ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জঙ্গলেই মঙ্গল

মামুন চৌধুরী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৩, ২৬ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গলেই মঙ্গল

মো. শাহজাহান মিয়া (৩৭) পাহাড়ি এলাকায় ঘুরে ঘুরে হরিতকি, বহেরা, শিউলি, চিরতা, নিমসহ বিভিন্ন প্রজাতির ওষুধি গাছের ফল ও ছাল সংগ্রহ করেন। এসব বিক্রি করে তার বেশ উপার্জন হয়। এ আয়েই চলে তার সাত সদস্যের পরিবার।

মো. শাহজাহান মিয়া মনে করেন, জঙ্গলেই মঙ্গল। জঙ্গলে আছে অনেক মূল্যবান ও উপকারী গাছ। গাছ শুধু অক্সিজেনই দেয় না, নানা প্রজাতির গাছ থেকে মূল্যবান ওষুধও পাওয়া যায়।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে কলোনির মৃত মহিবুর রহমান মফু মিয়ার ছেলে মো. শাহজাহান মিয়া সৎ পথে জীবিকা নির্বাহ করতে চান। ২০০৭ সাল থেকে পাহাড়ে পাহাড়ে ঘুরে ওষুধি গাছের ফল ও ছাল সংগ্রহ করে লোকজনের কাছে বিক্রি করে উপার্জন করছেন তিনি। লোকজনও তার কাছ থেকে ওষুধ কিনে উপকৃত হচ্ছেন।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে একটি ছোট টং দোকানে ওষুধি গাছের ছাল ও ফল বিক্রি করেন মো. শাহজাহান মিয়া। জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে তার কাছ থেকে এসব সংগ্রহ করেন।

শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবাসপুরের মোশাহিদ মিয়া বলেন, বিশ্বাসে মুক্তি মিলে। এ বিশ্বাসে শাহজাহান মিয়ার কাছ থেকে ওষুধি গাছের ছাল ও ফল কিনে সেবন করে ভালো ফল পেয়েছি।

শাহজাহান মিয়া বলেন, প্রশিক্ষণ নিয়ে আমি বড় কবিরাজ হতে আগ্রহী। এ সুযোগ পেতে নানাভাবে চেষ্টা করছি। 



হবিগঞ্জ/মো. মামুন চৌধুরী/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়