ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জবির ১২তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম আকাশ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ১৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জবির ১২তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১২তম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের ৩৬টি বিভাগে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামীর নেতৃত্বে শিক্ষকরা নবীনদেরকে ফুল দিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন- সহকারী অধ্যাপক মো. নঈম আকতার সিদ্দিকী, মো. ময়েনুল হক, মুনিরা জাহান, প্রভাষক শিবলী নোমান, দীপক কুমার বিশ্বাস প্রমুখ।

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ওরিয়েন্টেশন একযোগে ৩৬টি বিভাগে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার দিকে বিভাগীয় চেয়ারম্যানরা ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেন নেন। এ সময় শিক্ষকরাও তাদেরকে স্বাগত জানান এবং নতুন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হন। নবীনদেরকে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন শিক্ষকরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।



রাইজিংবিডি/ঢাকা/১৫ জানুয়ারি ২০১৭/আশরাফুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়