ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জাতিসংঘ আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিলেন সুদীপ্ত মুখার্জি

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ১৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতিসংঘ আবাসিক প্রতিনিধির দায়িত্ব নিলেন সুদীপ্ত মুখার্জি

কূটনৈতিক প্রতিবেদক : বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন সুদীপ্ত মুখার্জি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে তার পরিচয়পত্র পেশ করা হয়েছে।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

এতে জানানো হয়, গত ১২ সেপ্টেম্বর সুদীপ্ত মুখার্জি তার পরিচয়পত্র পেশ করেছেন। এসময় নতুন আবাসিক প্রতিনিধিকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাংলাদেশ সরকার ও ইউএনডিপির মধ্যকার সক্ষমতা বৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই নীতি নির্ধারণ ও উন্নয়নের প্রশংসা করেন।

পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যসমূহ (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ ও ইউএনডিপির মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।’

ইউএনডিপির প্রতিনিধি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

সুদীপ্ত ২০১৬ সাল থেকে বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন থেকে তিনি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।



রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৯/হাসান/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়