ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জাপা মহাসচিবের নামে চাঁদাবাজির অভিযোগ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ২৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাপা মহাসচিবের নামে চাঁদাবাজির অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক : বন্যায় ত্রাণ সহায়তার কথা বলে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গার নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

একটি সংঘবদ্ধ প্রতারক চক্র ফেসবুকে আইডি খুলে তার ছবি ব্যবহার করে দেশ বিদেশে দলের নেতা-কর্মীদের কাছ থেকে চাঁদা দাবি করছে। শুধু তাই নয়, চক্রটির সদস্যরা নিজেদের রাঙ্গার এপিএস জাকির হোসেন পরিচয়ে চাঁদাবাজি করছে।

রোববার বিকেলে এসব অভিযোগ করেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি ও তার এপিএস জাকির হোসেন। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালি।

তিনি বলেন, পার্টির মহাসচিব রাঙ্গা দলের নেতা-কর্মী ও শুভাকাঙ্খিদের প্রতারক চক্র থেকে সাবধান থাকতে বলেছেন। কেউ ত্রাণের জন্য অনুদান দিতে চাইলে অবশ্যই অফিসে এসে রশিদ গ্রহণের মাধ্যমে অনুদান দিতে অনুরোধ করেছেন।


রাইজিংবিডি/ঢাকা/২৮ জুলাই ২০১৯/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়