ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

জাহাঙ্গীরনগরের ভিসির অপসারণের দাবি ওয়ার্কার্স পার্টির

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৫, ৫ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাহাঙ্গীরনগরের ভিসির অপসারণের দাবি ওয়ার্কার্স পার্টির

ভিসির প্ররোচনায় জাহাঙ্গীরনগরে ছাত্রলীগ হামলা করেছে বলে দাবি করে তার পদত‌্যাগ দাবি করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বিবৃতিতে বলেন, ‘উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানাই। তিনি বলেন,  উপাচার্য ও উপাচার্যপন্থী শিক্ষকদের প্ররোচনায় ছাত্রলীগ পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এই হামলায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ ৩০ জনের বেশী আহত হয়েছে।  এর মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। ‘

বিবৃতিতে দেশের অন‌্যতম এই বাম নেতা বলেন,  ‘দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের এই আন্দোলন অনেকদিন পার হলেও এবং উপাচার্যের দুর্নীতি ও অনিয়মের তথ্য বেরিয়ে আসলেও এখনো তাকে দায়িত্ব থেকে অপসারণ না করাটা বিস্ময়কর। বোঝাই যাচ্ছে উপাচার্যকে কেন্দ্র করে শিক্ষকদের একাংশ ও ছাত্রলীগ অনিয়ম ও অপকর্মের যে সিন্ডিকেট গড়ে তুলেছে, তা পুরো বিশ্ববিদ্যালয়কে আজ জিম্মি করে ফেলেছে। এই অবস্থা কোনভাবেই চলতে পারে না। ’

বিবৃতিতে তিনি অবিলম্বে উপাচার্যসহ দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের অপসারণ, হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান বামজোটের অন‌্যতম এই নেতা।


ঢাকা/সাজেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়