ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জিয়ার মরণোত্তর বিচার চাইলেন হানিফ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৩, ২৯ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জিয়ার মরণোত্তর বিচার চাইলেন হানিফ

জ্যেষ্ঠ প্রতিবেদক : বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ‘চক্রান্তকারী’ অভিহিত করে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই দাবি করেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আন্তর্জাতিক চক্রান্তে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মূল চক্রান্তকারী হিসেবে ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। যিনি বাঙালি জাতিকে দু’ভাগে বিভক্ত করেছেন। একদিকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আরেক দিকে পাকিস্তানপন্থি বিএনপি-জামাত অপশক্তি।’

‘জিয়াউর রহমানের বিচার আর তার মুখোশ উন্মোচিত না হওয়া পর্যন্ত জাতির বিভক্তি দূর হবে না। সে কারণে আমার দাবি থাকবে, বঙ্গবন্ধু হত্যার চক্রান্তকারী হিসেবে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের মাধ্যমে জাতির সামনে বিএনপি-জামাতের চক্রান্তকারীদের মুখোশ উন্মোচিত করা হোক।–বলেন হানিফ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের এই অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটি।

রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরাতে বিএনপির পরামর্শ দেয়ার প্রসঙ্গ তুলে হানিফ বলেন, ‘বাংলাদেশের সব কিছু সমাধান করার সক্ষমতা শেখ হাসিনার সরকারের রয়েছে।

এ বিষয়ে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেন, দেশকে যদি ভালোবাসেন, একটি অনুরোধ করবো মির্জা ফখরুল সাহেব, আপনাদের উস্কানিমূলক কর্মকাণ্ড এবং কথাবার্তা বন্ধ করুন। তাহলে দেখবেন রোহিঙ্গা সমস্যার সমাধানসহ সকল সমস্যার সমাধান হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সব সমস্যার সমাধান হবে। দয়া করে আপনারা উস্কানিটা বন্ধ রাখুন।’

দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টিআইবির রিপোর্টের কড়া সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনকে ব্যর্থ হিসেবে আপনারা বলছেন, ওই সংসদে ২৬ মিনিটে বিল পাস হয়েছে। তো, সমস্যাটা কোথায়?’

‘দেশের স্বার্থে, জনগণের স্বার্থে যদি কোনো বিল উত্থাপন হয়, আর তাতে সকলের সম্মিলিতভাবে দীর্ঘ আলোচনার বিষয় যদি না থাকে, তাহলে দ্রুত সিদ্ধান্ত নিতেই পারে। সে ক্ষেত্রে কোনো বিলে দুই ঘণ্টার আলোচনা না করে, আধা ঘণ্টা আলোচনা করে সর্বসম্মতিক্রমে পাস হয় তাহলে সমস্যা কোথায়?’- বলেন হানিফ।


রাইজিংবিডি/ঢাকা/২৯ আগস্ট ২০১৯/রেজা/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়