ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

টমেটো চাষে লাভবান হবিগঞ্জের কৃষক

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:০৮, ১৭ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টমেটো চাষে লাভবান হবিগঞ্জের কৃষক

হবিগঞ্জে টমেটোর ভাল ফলন হয়েছে। টমেটো চাষ করে তাই লাভবান হয়েছেন কৃষকরা।

শুরুতে কৃষকরা টমেটো বিক্রি করেছেন ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে। এখন বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। এতে খরচ বাদ দিয়ে ভালোই লাভবান হয়েছেন তারা। লাভবান হওয়ায় অনেকেই তাই পুরনো গাছ তুলে নতুন করে টমেটোর চারা রোপণ করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন স্থানে এ মৌসুমে প্রায় এক হাজার ৬০০ একর জমিতে উন্নতজাতের টমেটোর চাষ করা হয়েছে।

হবিগঞ্জ সদর উপজেলার মির্জাপুর গ্রামের কৃষক সিদ্দিক আলী। সুতাং নদীর পাড়ে মাত্র ১৫ শতক জমিতে টমেটো চাষ করেছেন তিনি। কঠোর পরিশ্রম করে সফলতার মুখ দেখেছেন এই কৃষক। চাষ বাবদ তার খরচ হয়েছে প্রায় ১০ হাজার টাকা। খরচ বাদ দিয়ে অন্তত ৩০ হাজার টাকা লাভ হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি।

একই এলাকার কৃষক আমিনুল হক বলেন, ‘টমেটো চাষ লাভজনক। তার প্রমাণ কৃষক সিদ্দিক আলী। আমরাও টমেটো চাষ করেছি। লাভবান হওয়ার আশা করছি।’

রাজিউড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজেশ আচার্য্য বলেন, ‘ইউনিয়নের বিভিন্ন স্থানে এ মৌসুমে প্রায় ১৬ একর জমিতে টমেটোর চাষ হয়েছে। এখানকার কৃষকরা পরিশ্রম করতে পারেন। কৃষি বিভাগ থেকেও এখানকার কৃষকদেরকে নানাভাবে সহযোগীতা করা হয়।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. তমিজ উদ্দিন খান বলেন, ‘এ মৌসুমে জেলাজুড়ে টমেটোর চাষ হয়েছে। কৃষকরা লাভবান হয়েছেন। আগামীতে তাই টমেটো চাষের লক্ষ‌্যমাত্রা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।’

 

হবিগঞ্জ/মামুন চৌধুরী/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ