ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

টাই-ঝড়ে ম্যাচ টাই!

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ২ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাই-ঝড়ে ম্যাচ টাই!

ক্রীড়া ডেস্ক : শিরোনাম দেখে হয়তো কিছুটা অবাক হয়েছেন। অবাক হলেও এমন অদ্ভুত এবং মজার ঘটনাই ঘটেছে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে।

কার্ডিফে কাল গ্লুস্টারশায়ার ও গ্ল্যামারগনের ম্যাচটা টাই হয়েছে। গ্লুস্টারশায়ারের হয়ে ম্যাচ টাই করতে যিনি বড় ভূমিকা রেখেছেন, তার নামও যে টাই- অ্যান্ডু টাই!

আগে ব্যাট করতে নেমে গ্ল্যামারগন করেছিল ৫ উইকেটে ১৭২ রান। জবাবে অ্যান্ডু স্ল্যাটারের দারুণ বোলিংয়ে ১১৮ রানের মধ্যেই ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় গ্লুস্টারশায়ার।

শেষ চার ওভারে গ্লুস্টারশায়ারের দরকার ছিল ৫৩ রান। যেটি শেষ দুই ওভারে দাঁড়ায় ৩৩ রানে। আট নম্বরে নামা টাই ১৯তম ওভারে মার্চেন্ট ডি ল্যাঙ্গের প্রথম তিন বলে হাঁকান দুটি চার ও একটি ছক্কা। পরের দুই বলে দুটি ডাবল, শেষ বলে সিঙ্গেল। এই ওভার থেকে আসে ১৯ রান।

 

শেষ ওভারে ১৪ রানের সমীকরণে লুকাস ক্যারির প্রথম দুই বলে আসে ৩ রান। তৃতীয় বলে বেনি হাওয়েল ছক্কা হাঁকিয়ে পরের বলে আউট হয়ে যান। শেষ দুই বলে চাই ৫। টাই দুই বলেই নেন দুটি ডাবল, ম্যাচ টাই!

গ্ল্যামারগনের স্ল্যাটার ১২ রানে নেন ৪ উইকেট। তবে ১৮ বলে অপরাজিত ৩৮ রানের ঝোড়ো ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন টাই।


রাইজিংবিডি/ঢাকা/২ আগস্ট ২০১৯/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়