ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ৩১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইল-৪ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন

চলছে ভোট গণনা

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইল-৪ (কালিহাতী) শূন্য আসনের উপ-নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।

মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ শেষ হয়।

তবে নির্বাচন শুরুর আগেই ব্যালট বাক্স ভরা থাকায় সকালে ভোটগ্রহণ শুরুর পরপরই বল্লভবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ে ভোটকেন্দ্রটি বাতিল করে জেলা নির্বাচন অফিস। নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার দুইটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন তিন লাখ ৭ হাজার ৭০০ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৫৪ হাজার ৮৬৭ এবং পুরুষ ভোটার এক লাখ ৫২ হাজার ৮৩৩ জন।

এ উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারী নৌকা, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)- এর প্রার্থী আতাউর রহমান খান টেলিভিশন ও ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) প্রার্থী ইমরুল কায়েস আম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 



রাইজিংবিডি/টাঙ্গাইল/৩১ জানুয়ারি ২০১৭/শাহরিয়ার সিফাত/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়