ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

টাঙ্গাইলে বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ১৮ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টাঙ্গাইলে বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে যমুনার নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাঁধ ভেঙে নতুন করে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।

বুধবার মধ্যরাতের দিকে ভূঞাপুর উপজেলার তাড়াই এলাকার স্থানীয় বাঁধ ভেঙে গ্রামগুলো প্লাবিত হয়। তীব্র স্রোতে নদীর পানি প্রবেশ করায় ভেঙে গেছে বেশ কয়েকটি ঘর-বাড়ি। ভূঞাপুর-তারাকান্দি সড়কের বেশ কয়েকটি স্থান দিয়ে পানি প্রবাহিত হওয়ায় হুমকির পড়েছে সড়কটি।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে টাঙ্গাইলের নদীগুলোতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বৃহস্পতিবার সকালে যমুনা নদীর বিপদসীমার ৯১ সেমি., ধলেশ্বরী নদীর পানি ১১০ সেমি. এবং ঝিনাই নদীর ৬৩ সেমি. উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, টাঙ্গাইলের যমুনা, পুংলী, ঝিনাই, বংশাই ও ধলেশ্বরীর পানিতে পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পানি কমলে এসব এলাকায় ভাঙন হওয়ার আশঙ্কা রয়েছে।

প্রবল পানির স্রোতে এ্যাপ্রোচ অংশে ভাঙন ধরায় হুমকিতে রয়েছে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের বড় বাসালিয়ায় সেতু। পানির স্রোতে সেতুটির পশ্চিম অংশের এ্যাপ্রোচ অংশ ভেঙে পড়ায় ঝুঁকিতে রয়েছে সেতুটি।


রাইজিংবিডি/টাঙ্গাইল/১৮ জুলাই ২০১৯/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়