ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

টেকনাফে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২০, ২৯ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টেকনাফে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

উদ্ধারকৃত ইয়াবাসহ বিজিবি সদস্যরা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি ৯০ লাখ টাকা।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা হ্নীলার সিকদারপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো টেকনাফ বিজিবির ব্যাটালিয়নে জমা করা হয়েছে।



রাইজিংবিডি/কক্সবাজার/২৯ জানুয়ারি ২০১৭/সুজাউদ্দিন রুবেল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়