ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

টোল নিয়ে বিএনপির ধারণা নেই : সেতুমন্ত্রী

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ১০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
টোল নিয়ে বিএনপির ধারণা নেই : সেতুমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক : মহাসড়কে টোল আদায় নিয়ে বিএনপির সমালোচনা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, তারা ক্ষমতায় থাকাকালীন কোনো মহাসড়ক, ফ্লাইওভার নির্মাণ করেনি, যার ফলে বিএনপির এ সম্পর্কে কোনো ধারণা নেই।

মন্ত্রী বলেন, ‘বিএনপি কোনো মহাসড়ক তৈরি করেনি, টোল সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তারা চোখ থাকতেও অন্ধ হয়ে আছে।’

মঙ্গলবার গাজীপুরে সড়ক পরিদর্শনে গিয়ে ৮ লেনের পরিবর্তে ১০ লেনের ফ্লাইওভার নির্মাণের ঘোষণা দিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

টোল আদায় নিয়ে বিএনপির সমালোচনার জবাবে মন্ত্রী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের মেগাপ্রকল্প পরিচালনায় টোল আাদায় করা হয়।’

রংপুর-৩ উপ-নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘রংপুরের উপ-নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করছে, আমরা তাদের স্বাগত জানাই। আশা করি, নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। নির্বাচন নিরপেক্ষ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।’

এ সময় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

 

রাই‌জিং‌বি‌ডি/ঢাকা/১০ সে‌প্টেম্বর ২০১৯/‌রেজা/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়