ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডিগ্রি নেই, তবু ডাক্তার পরিচয়ে ভিজিট ৩০০ টাকা

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪০, ৭ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিগ্রি নেই, তবু ডাক্তার পরিচয়ে ভিজিট ৩০০ টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : নাম ওয়াসিম ওসমান। বয়স ৩৪। জীবনে মেডিকেল কলেজের পাশ দিয়েও হাঁটেননি। কিন্তু নিজেকে পরিচিত করেছেন এমবিবিএস পাশ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে।

রোগী দেখতে এই ডাক্তার ভিজিট নেন জনপ্রতি ৩০০ টাকা। এমনই একজন ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে চট্টগ্রাম মহানগরীর হালিশহর আবাসিক এলাকা থেকে।

শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এই ভুয়া ডাক্তারকে গ্রেপ্তার করে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট আশরাফুল আলম বলেন, পরবর্তী তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, ওয়াসিম ওসমান নামের এই ব্যক্তি কোন ধরনের ডাক্তারি পড়ালেখা না করেই দীর্ঘদিন ধরে ডাক্তার পরিচয়ে চেম্বার খুলে রোগিদের চিকিৎসা করে আসছিলেন। হালিশহরের শাপলা আবাসিক এলাকায় সন্ধীপ জনতা ফার্মেসি নামক একটি ওষুধের দোকানে চেম্বার খুলে তিনি চিকিৎসা বাণিজ্য করছিলেন। ডাক্তার না হয়েও নামের পাশে লাগিয়েছেন ডাক্তার পদবী। এমবিবিএস এবং বিশেষজ্ঞ চিকিৎসক লেখা ব‌্যবহার করে প্যাড এবং ভিজিটিং কার্ড ছাপিয়ে রোগিদের সাথে প্রতারণা করে আসছিলেন। রোগিদের কাছ থেকে তিনি ফি নেন ৩০০ টাকা করে।

শনিবার ভ্রাম্যমান আদালতের কাছে ভুয়া এ ডাক্তার কোন সনদ দেখাতে পারেনি। পরে তিনি নিজেই স্বীকার করেন প্রতারণার বিষয়টি।


রাইজিংবিডি/চট্টগ্রাম/৭ সেপ্টেম্বর ২০১৯/রেজাউল/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়