ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

ডিজিটাল সার্ভিসের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৩, ১৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডিজিটাল সার্ভিসের বিকল্প নেই

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টার্চায্য বলেছেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য ডিজিটাল সার্ভিসের বিকল্প নেই। ’

শুক্রবার রাজধানীর আগারঁগায়ে সমবায় অধিদপ্তর অডিটরিয়ামে ‘ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব’ র্শীষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ভিশন-২০২১ বাস্তবায়ন ও ডিজিটাল বাংলাদেশ বির্নিমারণের লক্ষ্যে এটুআই প্রোগ্রাম, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন ১০টি দপ্তর/সংস্থার ৫২জন র্কমর্কতা-র্কমচারীকে নিয়ে চার দিনব্যাপী এ র্কমশালা অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, ‘এক সময় মানুষ ডিজিটাল বিষয়টির সাথে পরিচিত ছিল না। সময়ের প্রেক্ষাপটে এখন আমরা অফিস আদালত, কেনাকাটাসহ সকল ক্ষেত্রে ডিজিটাল মাধ্যম ব্যবহার করছি।’

তিনি আরো বলেন, ‘আমরা সেবা গ্রহীতাকে যথাসম্ভব দ্রুত ও স্বচ্ছতার সাথে সেবা দিতে চাই। আশা করি এই সার্ভিসের মাধ্যমে সেবাগ্রহীতারা খুব সহজেই তাদের কাঙ্খিত সেবা পাবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের হাতের মুঠোয় সরকারের সকল সেবা পৌঁছে দিতে খুব শিগগিরই ডিজিটাল সিস্টেম বাস্তবায়নে আমি আমার বিভাগ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করব। দেশের উন্নয়নে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণ নিশ্চিত হলে উন্নত রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যাবে বাংলাদেশ।’

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব নাসরিন আক্তার চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. আমিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


ঢাকা/আসাদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়