ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

কাঞ্চন কুমার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৪, ১০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মীনা খাতুন (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মীনা খাতুন ভেড়ামারা উপজেলার কাজিহাটা গ্রামের আবু রায়হান এর স্ত্রী।

মীনার স্বামী আবু রায়হান রাইজিংবিডিকে জানান, শুক্রবার জ্বরে আক্রান্ত মীনাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় যে তার ডেঙ্গু  হয়েছে। সকালে সে মারা গেছে।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আমীন বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে শুক্রবার হাসপাতালে ভর্তি হন মীনা খাতুন। সকালে তিনি মারা গেছেন। এই উপজেলায় এই প্রথম ডেঙ্গুতে কোনো রোগী মারা গেলো।

 

রাইজিংবিডি/কুষ্টিয়া/১০ সেপ্টেম্বর ২০১৯/কাঞ্চন কুমার/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়