ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ডেঙ্গু প্রতিরোধে ঢাকা ছাড়ার আগে যা করবেন

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩২, ৮ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডেঙ্গু প্রতিরোধে ঢাকা ছাড়ার আগে যা করবেন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এডিস মশা যাতে বংশ বিস্তার করতে না পারে সে জন্য, রাজধানী ছেড়ে যারা বাইরে যাচ্ছেন, তাদের ১০টি পরামর্শ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

ঢাকা ছাড়ার আগেই এই কাজগুলো করতে অনুরোধ করা হয়েছে। কেননা কোথাও দুই/তিন দিন পরিষ্কার পানি জমা থাকলে তা এডিস মশার বংশ বিস্তারে সহায়ক ভুমিকা রাখে।

বৃহস্পতিবার গুলশানে নগর ভবনে সংবাদ সম্মেলনে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের দেয়া পরামর্শগুলো হলো-

১. বাসার সকল কক্ষের দরজা, জানালা ভালোভাবে বন্ধ রাখুন। বাথরুম/টয়লেটের কমোড ঢেকে যান।

২. বালতি, বদনা, ড্রাম খালি করে উলটো করে রেখে যান। কোথাও যেন পানি জমে না থাকে এবং জমতে না পারে।

৩. টবগুলো এমনভাবে রেখে যান যেন পানি না জমতে পারে। বাড়ির ছাদে স্যাঁৎস্যাঁতে জায়গা বা পানি জমা থাকলে সেটি দ্রুত পরিষ্কার করুন, যাতে আর পানি না জমে থাকে।

৪. ফ্রিজের পিছনের ট্রে শুকিয়ে রাখুন। ফ্রিজ খালি করে বন্ধ করে যেতে পারেন। ট্রেতে ন্যাপথোলিন দিয়ে রাখতে পারেন। এসিও বন্ধ করে যাবেন।

৫. রান্না ঘরে, বারান্দায় কোথাও যেন পানি না জমে থাকে খেয়াল করুন।

৬. ঘর পরিষ্কার রাখুন। ঘর মশাবান্ধব করে তুলবেন না।

৭. যাওয়ার আগে ঘরের ফ্লোর, বারান্দা, বাথরুম পরিষ্কার করে যান। এরোসল ছিটিয়ে যান। ঘরের ঝুল পরিষ্কার করুন।

৮. অব্যবহৃত বোতল/কন্টেইনার অযথা রেখে দিবেন না। অপ্রয়োজনীয় জিনিসপত্র নির্দিষ্ট জায়গায় ফেলে দিন।

৯. সোফা, পর্দা ও ঝুলন্ত কাপড়ের নিচে এডিস মশা লুকিয়ে থাকে। এসব জায়গায় অ্যারোসল স্প্রে করে যাবেন।

১০. অফিস, আঙিনা এবং কর্মস্থলেও অনুরূপ ব্যবস্থা নিন।

গুলশানে নগর ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মো. মঞ্জুর হোসেন, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন বাবুল, প্যানেল মেয়র আলেয়া সারোয়ার ডেইজি।


রাইজিংবিডি/ঢাকা/৮ আগস্ট ২০১৯/সাওন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়