ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘ডেঙ্গু বিষয়ে দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে না’

জাহাঙ্গীর আলম ইমরুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ২৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ডেঙ্গু বিষয়ে দায়িত্বহীনতা বরদাস্ত করা হবে না’

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) ৫২ তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বার্ড- এর লালমাই মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বার্ড-এর মহাপরিচালক ড. এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়ের মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক আবুল ফজল মীরসহ আরো অনেকে।

সম্মেলনে বার্ড- এর পদস্থ কর্মকর্তা এবং সরকারের বিভিন্ন দফতরের শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

পরে স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, ‘বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু প্রবণতা দেখা দিলেও এতে আতংকিত হওয়ার এবং গুজব ছড়ানোর কিছু নেই। সরকারের সংশ্লিষ্ট বিভাগের যথেষ্ট নজরদারি রয়েছে। এ বিষয়ে কারো দায়িত হীনতা বরদাস্ত করা হবে না।’

 

রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৯/ইমরুল/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়