ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢামেকে ডেঙ্গুতে আরো দুই নারীর মৃত্যু

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঢামেকে ডেঙ্গুতে আরো দুই নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আরো দুই নারীর মৃত্যু হয়েছে।

ঢামেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মারা যাওয়াদের মধ্যে একজনের নাম আছেয়া বেগম (৩৯)। তিনি কুমিল্লার লাকসামের জবেদ আলীর স্ত্রী। আছেয়া বেগম এক ছেলে ও এক মেয়ের জননী। ৪ আগস্ট  থেকে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

মারা যাওয়া অন্য রোগী হলেন- আমেনা বেগম(৬০)।  তিনি শরিয়তপুরের চরভানু এলাকার আব্দুল করিমের স্ত্রী। ৩ আগস্ট তাকে ভর্তি করা হয় হাসপাতালে। আজ বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।

ঢামেক পরিচালক জানান, এ মিলে ডেঙ্গুতে ঢামেকে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ২০ জন।


রাইজিংবিডি/ঢাকা/৭ জুলাই ২০১৯/সাওন/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়