ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

তামাক নিরোধ খাতে বাজেট বরাদ্দের দাবি

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ৩০ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তামাক নিরোধ খাতে বাজেট বরাদ্দের দাবি

নিজস্ব প্রতিবেদক : তামাক নিরোধ খাতে বাজেট বরাদ্দের দাবি জানিয়েছে নো-স্মোকিং ক্লাব নামে একটি সংগঠন।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বিশ্ব তামাক বিরোধী দিবস, ২০১৭ উপলক্ষে এক আলোচনা সভায় এ দাবি জানায় সংগঠনটি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় মাদক নিয়ন্ত্রণ টাস্কফোর্স ও জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডের সদস্য অধ্যাপক ড. অরুপ রতন চৌধুরী বলেন, ‘তামাকজাত দ্রব্য সেবনে বছরে ১২ লাখ মানুষ অসুস্থ হয়। এই তামাক আমাদের উন্নয়নের অন্তরায়। উন্নত বিশ্বে বিড়ি-সিগারেটের ওপর প্রতিবছর ১০ শতাংশ হারে ট্যাক্স বাড়ানো হয়। কিন্তু আমাদের দেশে সেই হারে ট্যাক্স বাড়ছে না। তবে তামাকের ওপর শুধু ট্যাক্স বাড়ালে আর আইন করলেই হবে না। মানুষকে সচেতন করতে হবে। মানুষের মাঝে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ৭১ টিভির সিনিয়র বিজনেস এডিটর কাজী আজিজুল ইসলাম বলেন, ‘তামাকবিরোধী আইন কাগজে আছে, কিন্তু বাস্তবায়ন নেই।’ সুনির্দিষ্ট একটি ধূমপানবিরোধী আইন হওয়া উচিত বলে মনে করেন তিনি।

নো-স্মোকিং ক্লাবের উপদেষ্টা আব্দুল মতিন মাস্টার বলেন, ‘মিয়ানমার থেকে পানির স্রোতের মতো এদেশে মাদক প্রবেশ করে। এ ছাড়া কক্সবাজার হচ্ছে মাদক প্রবেশর অন্যতম প্রধান রুট। এ ব্যাপারে প্রসাশনকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। কিন্তু, মাদক নিয়ন্ত্রণে প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না।’

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আন্তর্জাতিক নারী নেত্রী তাজিমা হোসেন মজুমদার, নো স্মোকিং ক্লাবের কেন্দ্রীয় সমন্বয়ক মো. জিল্লুর রহমান প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৭/নাসির/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়