ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

তার খেলা সব দলের বিপক্ষেই টেস্ট সেঞ্চুরি করলেন

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪০, ৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তার খেলা সব দলের বিপক্ষেই টেস্ট সেঞ্চুরি করলেন

সেঞ্চুরির পর বিরাট কোহলি

ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে হায়দরাবাদে টেস্টে সেঞ্চুরি করে বিরাট কোহলির একটি বৃত্ত পূরণ হলো। ভারতীয় এই ব্যাটিং সেনসেশন তার খেলা সব দলের বিপক্ষেই টেস্ট সেঞ্চুরি করলেন।

পাকিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে এখনো কোনো টেস্ট খেলা হয়নি কোহলির। বাকি সাতটি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষেই এখন অন্তত একটি করে সেঞ্চুরি আছে তার।

বৃহস্পতিবার হায়দরাবাদ টেস্টের প্রথম দিন শেষে কোহলি অপরাজিত ১১১ রানে। এটি তার ক্যারিয়ারের ষোড়শ টেস্ট সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে নবম।

কোহলি সবচেয়ে বেশি ৬টি টেস্ট সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। তার প্রথম সেঞ্চুরিও এই অস্ট্রেলিয়ার বিপক্ষেই। ২০১২ সালে সিডনিতে করেছিলেন ১১৬।

তিনটি করে সেঞ্চুরি আছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে একটি করে।

কোহলি তার ১৬ সেঞ্চুরির তিনটিকে ডাবলে রূপ দিয়েছেন। আর তিনটিই গত বছর। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০, অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১১, ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ২৩৫।




রাইজিংবিডি/ঢাকা/৯ ফেব্রুয়ারি ২০১৭/পরাগ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়