ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

তালায় প্যানক্রাইটিস ও ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃ‌ত‌্যু

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ৩ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
তালায় প্যানক্রাইটিস ও ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃ‌ত‌্যু

সাতক্ষীরা সংবাদদাতা : ডেঙ্গু ও প্যানক্রাইটিস রোগে (অগ্নাশয়ের রোগ) আক্রান্ত হয়ে সাতক্ষীরার তালার তানভীর ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকার হেলথ অ্যান্ড হোপ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মৃত্যু হয় তার।

তানভীর তালা সদর ইউনিয়নের সরফুদ্দিন শেখের ছেলে। তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন। মঙ্গলবার সকালে তার মরদেহ তালার নিজ বাড়িতে নেওয়া হয়। সে সময় পরিবারের সদস‌্যসহ গ্রামবাসীর মধ‌্যে শোকের ছায়া নেমে আসে।

প্রতিবেশিরা জানান, তানভীর ইসলাম দীর্ঘদিন ধরে প্যানক্রাইটিস রোগে ভুগছিলেন। গত ২৮ আগস্ট ঢাকার হেলথ অ্যান্ড হোপ হসপিটালের চিকিৎসকরা তার অপারেশন সম্পন্ন করেন। অপারেশনের এক দিন পার হতে না হতেই তার শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়। অবশেষে ডেঙ্গু ও প্যানক্রাইটিস রোগের চিকিৎসা চলা অবস্থায় মারা যান তিনি।

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাজীব সরদার বলেন, ‘তানভীর ইসলাম প্যানক্রাইটিস রোগে দীর্ঘদিন তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।’


রাইজিংবিডি/সাতক্ষীরা/৩ সেপ্টম্বর ২০১৯/শাহীন গোলদার/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ