ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দুই মাসে ১৫ বার বাংলাদেশে, এবার স্বর্ণের বারসহ আটক

এম এ মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫৭, ২৬ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দুই মাসে ১৫ বার বাংলাদেশে, এবার স্বর্ণের বারসহ আটক

চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার দর্শনায় ৭টি স্বর্ণের বারসহ আজাহার উদ্দীন নামের ভারতীয় এক নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। দুই মাসে ১৫ বার সে বাংলাদেশে এলেও এবারই ধরা পড়েছে।

জয়নগর চেকপোস্ট থেকে বুধবার সন্ধ্যায় আটককৃত আজাহারের কাছে পাওয়া স্বর্ণের বারের ওজন ৭শ’ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৩৫ লাখ টাকা। এ ব্যাপারে স্থানীয় দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আজাহার উদ্দিন ভারতের কোলকাতা খিদিরপুর গ্রামের মোহাম্মদ আলি রোডের মৃত আব্দুর রহিম খানের ছেলে।

যশোর বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপ-পরিচালক সাইফুর রহমান জানান, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের একটি দল আগে থেকেই দর্শনা জয়নগর চেকপোষ্ট এলাকায় অবস্থান নেয়।

আজহার উদ্দিন দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকায় আসেন বুধবার বিকালে। তিনি শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপস্থিতি টের পেয়ে অবস্থান পরিবর্তন করেন। সন্ধ্যার দিকে আবার ভারতে যাওয়ার চেষ্টা করলে শুল্ক গোয়েন্দারা তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা একটি ট্রলি ব্যাগের দুটি চাকার ভিতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ৭টি স্বর্ণের বার উদ্ধার করে।

তিনি জানান, গত দুই মাসে ১৫ বার বাংলাদেশে এসেছেন এই ভারতীয় নাগরিক ।



রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/২৬ জুলাই ২০১৮/এম এ মামুন/টিপু

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়