ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দেশের মানুষ সরকার পরিবর্তন চায় : এরশাদ

ইয়াছিন মোহাম্মদ সিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৬, ২২ আগস্ট ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেশের মানুষ সরকার পরিবর্তন চায় : এরশাদ

নীলফামারী প্রতিনিধি : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন  মুহাম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ সরকার পরিবর্তন চায়। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।

আজ মঙ্গলবার বেলা ১১টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ডিগ্রি কলেজে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।  

এরশাদ বলেন, বন্যা দূর্গত মানুষের পূনর্বাসনে সরকার যা ত্রাণ বিতরণ করেছে, তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই তিনি বন্যাদূর্গত মানুষের সহায়তায় সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান। 

জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ বলেন, জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিল, সেই সময়ে যা উন্নয়ন হয়েছে। তা পরবর্তী সরকারগুলোর উন্নয়নের চেয়ে অনেক বেশি।

সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এক হাজার বন্যার্ত মানুষের মাঝে চাল, ডাল, আলু ও শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ আকতারসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/নীলফামারী/২২ আগস্ট ২০১৭/ইয়াছিন মোহাম্মদ সিথুন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়