ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

দেড় লাখ টাকার গরু মালিককে ফিরিয়ে দিল পুলিশ

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ১ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দেড় লাখ টাকার গরু মালিককে ফিরিয়ে দিল পুলিশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় চোর চক্রের হাত থেকে উদ্ধার করা প্রায় দেড় লাখ টাকা মূল্যের চার গরু প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে পুলিশ।   

রোববার বিকেলে গরুর মালিক শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. আব্দুল হান্নানের (৭৪) কাছে গরুগুলো বুঝিয়ে দেন থানার ওসি মোজাম্মেল হোসেন। 

এর আগে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত প্রায় ৩টার দিকে রাতের অন্ধকারে অলিপুরে টহলরত শায়েস্তাগঞ্জ থানার ওসিসহ একদল পুলিশ তাৎক্ষণিক চোর চক্রের হাত থেকে গরুগুলো উদ্ধার করেন।

পরে গরু উদ্ধারের বিষয়ে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়। শেষে পুলিশের চেষ্টায় গরুর প্রকৃত মালিক পাওয়া যায়।        

বিষয়টিরে সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন রাইজিংবিডিকে বলেন, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দিবাগত রাতে অলিপুরের নির্জন ছোটাছুটির শব্দ পেলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় চোরেরা গরুগুলো রেখে পালিয়ে যায়। পরে গরুগুলো উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে ধরা হয়।  

 

হবিগঞ্জ/মামুন/নাসিম/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়