ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ধানক্ষেতে অজগর

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধানক্ষেতে অজগর

বাগেরহাটে ধানক্ষেত থেকে একটি অজগর সাপ উদ্ধার করেছে সুন্দরবন সুরক্ষা কমিটির সদস্যরা।

সোমবার দুপুরে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের একটি ধানক্ষেত থেকে অজগরটি উদ্ধার করা হয়েছে।

সাপটিকে উদ্ধার করে পূর্ব সুন্দরবন শরণখোলা রেঞ্জের মরাভোলা ক্যাম্পে নিয়ে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।

এ সময় সিপিজি সদস্য খলিলুর রহমান, সরোয়ার হোসেন, ভিটিআরটির শরণখোলা ফিল্ড ফিল্ড ফ্যাসিলেটেটর আলম হাওলাদার ও মো. নাঈম হোসেন।

মরাভোলা ফরেস্ট ক্যাম্প ইনচার্জ হাফিজুর রহমান জানান, সোনাতলা গ্রামের একটি ধানক্ষেতে  অজগরটি দেখতে পেয়ে স্থানীয়রা সুন্দরবন সুরক্ষা কমিটিকে খবর দেয়। তারা উদ্ধার করে আমাদেরকে খবর দিলে, আমরা অজগরটিকে সুন্দরবনে অবমুক্ত করেছি।


বাগেরহাট/টুটুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ