ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ৩ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নকল ব্যান্ডরোল উদ্ধার, গ্রেপ্তার ৪

রংপুরে কিছুতেই থামানো যাচ্ছে না নকল ব্যান্ডরোলের ব্যবহার। নকল ব্যান্ডরোল ব্যবহার করে প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে একটি চক্র। নকল ব্যান্ডরোল উদ্ধার ও জালিয়াতি চক্রকে গ্রেপ্তারে তৎপর হয়ে উঠেছে মেট্রোপলিটন পুলিশ।

এরই পরিপ্রেক্ষিতে সোমবার হারাগাছে দিন-রাত অভিযান চালিয়ে ৬০ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়েছে। এছাড়া দুই নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে হারাগাছ থানায় সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান সাংবাদিকদের জানান, সম্প্রতি বেশকিছু নকল ব্যান্ডরোল উদ্ধার ও কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বাড়ি থেকে ৭ লাখ ৭০ হাজার পিছ নকল ব্যান্ডরোল উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ সময় বাচ্চাটারী এলাকার মৃত আবির উদ্দিনের ছেলে আব্দুল জলিল ওরফে ব্যাঙ জলিল (৫৫), ইদ্রিস আলীর স্ত্রী গোলাপি বেগম (৪৫), সৈয়ধ আলীর স্ত্রী সুলতানা বেগমকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।


রংপুর/নজরুল/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়