ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নর্দান ইউনিভার্সিটির স্প্রিং-২০১৭ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ৫ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নর্দান ইউনিভার্সিটির স্প্রিং-২০১৭ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

নিজস্ব প্রতিবেদক : নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের দিনব্যাপী স্প্রিং-২০১৭ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর  ড.  আবু ইউসুফ মো. আব্দুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা বিশ্ববিদ্যালয়ের সম্পদ, এই সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে আপনারা  দেশের কল্যাণ বয়ে আনবেন এবং নিজেদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করে সারা বিশ্বে বাংলাদেশের নাম তুলে ধরবেন বলে আশা করি।’

ওরিয়েন্টেশন শেষে আন্তঃবিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ।

বিজনেস অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. খন্দকার সাফায়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য  প্রফেসর  ড. আনোয়ার হোসেন, নর্দান ইউনিভার্সিটির উপউপাচার্য  প্রফেসর  ড. আনোয়ারুল করীম, ট্রেজারার মো. আনোয়ার হোসাইন ও  রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী প্রমুখ।



রাইজিংবিডি/ ঢাকা/৫ ফেব্রুয়ারি ২০১৭/হাসিবুল/সাইফুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়