ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নাফনদীতে নিখোঁজের ৩৬ ঘন্টা পর জেলের মৃতদেহ উদ্ধার

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫২, ৬ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নাফনদীতে নিখোঁজের ৩৬ ঘন্টা পর জেলের মৃতদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ৩৬ ঘন্টা পর নুর মোহাম্মদ (৪৫) নামে এক জেলের মরদেহ টেকনাফের ঘোলারচর এলাকার নাফনদী থেকে  উদ্ধার করা হয়।

শুক্রবার (৬ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ঘোলারচর এলাকার ঘোলারচরে ভেসে আসলে স্থানীয় জেলেরা যায়। নিখোঁজের একদিন (৩৬ ঘন্টা) পর মৃতদেহটি উদ্ধার করে আত্নীয়স্বজনদের কাছে হস্তান্তর করেন।  

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শাহপরীর দ্বীপ জেটিতে কয়েকজন জেলে বরশী দিয়ে মাছ শিকার করছিলেন। এসময় হঠাৎ করে নুর মোহাম্মদ নাফনদীতে পড়ে যান। এরপর থেকে সে নিখোঁজ হন।

সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক বলেন, রাত সাড়ে ১০টার সময় নুর মোহাম্মদের মরদেহটি উদ্ধারের বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িকে অবহিত করেছি। মরদেহটির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

রাইজিংবিডি/কক্সবাজার/৬ সেপ্টেম্বর ২০১৯/সুজাউদ্দিন রুবেল/নাসিম  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়