ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে পথনাটক মঞ্চস্থ

শাহরিয়ার সিফাত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৭, ২৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে পথনাটক মঞ্চস্থ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলে ধর্ষণ ও নারীর প্রতি চলমান সহিংসতার প্রতিবাদে পথনাটক ‘সময় এখন জেগে উঠবার’ মঞ্চস্থ হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের শহীদ মিনারে নাটক পরিবেশন করে নগর নাট্যদল।

সাম্য রহমানের রচনা ও নির্দেশনায় নাটকে ইয়াসমিন থেকে শুরু করে তনু, খাদিজা, নুসরাত ও সম্প্রতি টাঙ্গাইলে ঘটে যাওয়া ধর্ষণ, গণধর্ষণ ও শিশু ধর্ষণের মতো অপরাধের চিত্র তুলে ধরা হয়। ফুটিয়ে তোলা হয় বিচারহীনতার সংস্কৃতির চিত্র এবং ঘটনা ধামাচাপা দিতে সমাজপতিদের দৌরাত্ম্য; তদন্তের নামে দীর্ঘসূত্রিতা; অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সমাজে অপরাধের মাত্রা বেড়ে যাওয়ার মতো বিষয়।

শেষে নুসরাত ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িতদের প্রতি প্রতীকী থু থু নিক্ষেপ করেন উপস্থিত দর্শকরা। আয়োজকরা জানান, নাটকের মাধ্যমে তারা যেমন এ সব জঘন্য কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন, তেমনি মানুষকে জেগে উঠার আহ্বান জানিয়েছেন।



রাইজিংবিডি/টাঙ্গাইল/২৬ এপ্রিল ২০১৯/শাহরিয়ার সিফাত/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়