ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে : তোফায়েল

ফয়সল বিন ইসলাম নয়ন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ৮ জুন ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে : তোফায়েল

ভোলা প্রতিনিধি : আগামী সাধারণ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেছেন, ‘আগামী নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে, কারণ তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তখন রাষ্ট্র পরিচালনা করবেন। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। ওই নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে।’

আজ বৃহস্পতিবার ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নে বাপ্তা কৃষি সেবা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে তোফায়েল আহমেদ এই সব কথা বলেন।

তোফায়েল আহমেদ পদ্মাসেতু, পায়রা বন্দর, গ্রামকে শহরে রূপান্তরসহ বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, আওয়ামী লীগকে আবারও জনগণ ক্ষমতায় আনবে।

‘বিএনপি ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক, পদ্মা সেতুর কাজ বন্ধ করে দেয়। আমাদের নিজস্ব টাকায় পদ্মা সেতুর কাজ করা হচ্ছে।’

মন্ত্রী জানান, ভোলা জেলায় নদী ভাঙনরোধে দেড় হাজার কোটি টাকার বেশি বরাদ্দ এসেছে। ভোলাকে বরিশালের সঙ্গে যুক্ত করতে তেঁতুলিয়া নদীর উপর একটি সেতু নির্মাণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন পবিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ভোলা/৮ জুন ২০১৭/ফয়সল বিন ইসলাম নয়ন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়