ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নির্বাচনী এজেন্ডা থাকলেই সংলাপে যাবে ঐক্যফ্রন্ট : ফখরুল

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৯, ১৪ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নির্বাচনী এজেন্ডা থাকলেই সংলাপে যাবে ঐক্যফ্রন্ট : ফখরুল

নিজস্ব প্রতিবেদক, সিলেট : নির্বাচন কেন্দ্রিক এজেন্ডা থাকলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ আহ্বানে সাড়া দেবে জাতীয় ঐক্যফ্রন্ট- এমনটি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি এও বলেন, ‘‘আমাদের (ঐক্যফ্রন্ট) এজেন্ডা একটাই এ নির্বাচন বাতিল করতে হবে। পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণের দাবি বাস্তবায়ন করতে হবে।’’

সোমবার দুপুরে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এমন মন্তব্য করেন। সংলাপ আহ্বানের বিষয়ে তিনি কিছুই জানেন না উল্লেখ করে ফখরুল বলেন, ‘‘এই সংলাপের আহ্বান কি করেছেন জানি না, তবে এটুকু বুঝি সংলাপ গতবারের মতো হলে তা অর্থবহ হবে না। তাছাড়া সংলাপের এজেন্ডা কী? তা জানার পরেই আমরা সংলাপে বসব কি না,  সেই বিষয়ে সিদ্ধান্ত নেব।’’

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দুপুরে বিমানযোগে সিলেটে এসে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা। এ দলে রয়েছেন ঐক্যফ্রন্টের শরিক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, মহাসচিব হাবিবুর রহমান, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রবসহ শীর্ষ কয়েকজন নেতা।

সিলেট পৌঁছে নেতারা হজরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতে আসেন। জিয়ারত শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন প্রশ্নের জবার দেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট এখন অটুট আছে। এতটুকু কোথাও সন্দেহ নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা দ্বন্দ্ব থাকতে পারে। তবে কমন এজেন্ডার মধ্যে রয়েছে- জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা, খালেদা জিয়ার মুক্তি, নেতাকর্মীদের ছাড়ানো, মিথ্যা মামলা প্রত্যাহার করা ইত্যাদি।

জামায়াত প্রসঙ্গে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম প্রধান ড. কামাল হোসেনের বক্তব্যের বিষয়ে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘‘এটা উনার দলের বক্তব্য। এ বিষয় নিয়ে আমাদের দলের পক্ষ থেকে আলোচনা হয়নি।’’

তিনি ৩০ ডিসেম্বরের নির্বাচনকে রাজনৈতিক ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় উল্লেখ করে বলেন, ‘‘এ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতাসীন সরকার জনগণের অধিকার হরণ করে নিয়ে গেছে, তারা সংবিধাণের লঙ্ঘন করেছে। জগণণের রায়কে ডাকাতের মতো ডাকাতি করে নিয়ে গেছে।’’

তিনি বলেন, ‘‘সারা দেশে একটা শোকের চিত্র সকলের চোখেমুখে আছে; জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বলে। এখন উপজেলা নির্বাচন, মেয়র নির্বাচন অথবা স্থানীয় সরকার নির্বাচন সরকারের পরিবর্তন ঘটায় না; এবং রাষ্ট্রের পরিচালনারও পরিবর্তন ঘটায় না। এ কারণে এ নির্বাচনগুলো খুব একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় না।’’

তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, ‘‘বর্তমান নির্বাচন কমিশন কতটা অযোগ্য তা পুরো পৃথিবী, বাংলাদেশ সবাই দেখেছে। তাদের কোনো যোগ্যতাই নেই নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার। তাদের দিয়ে নির্বাচন কি হবে এটা নিয়ে প্রশ্নের প্রয়োজন নেই।

‘‘সবচেয়ে বড় কথা হচ্ছে, নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক নির্বাচন। যে কারণে আমাদের ঐক্যফ্রন্ট পরিষ্কার করে বলেছি, এ নির্বাচন বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে হবে।’’

হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের পর নেতারা শাহপরাণ (রহ.) মাজার জিয়ারতে যান। সেখান থেকে সিলেটের বালাগঞ্জে নির্বাচনে দিনে গুলিতে নিহত উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেলের কবর জিয়ারত করতে যান।

সিলেটের বিএনপি নেতাদের মধ্যে দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন প্রমুখ উপস্থিত রয়েছেন।

বিকেলে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন ঐক্যফ্রন্ট নেতারা।



রাইজিংবিডি/সিলেট/১৪ জানুয়ারি ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়