ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নীলফামারীতে আগুনে ১৪ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

ইয়াছিন মোহাম্মদ সিথুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ১৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নীলফামারীতে আগুনে ১৪ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

নীলফামারী প্রতিনিধি : জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে আগুনে ১৪টি পরিবারের ৩৩টি ঘর,  আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার দুপুর  দুইটার দিকে ওই গ্রামের মানিক চন্দ্র রায়ের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নীলফামারী দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নীলফামারী দমকল বাহিনীর টিম লিডার ফরহাদ হোসেন বলেন, ওই গ্রামের মানিক চন্দ্র রায়ের রান্নাঘরের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে ১৪টি পরিবারের ৩৩টি ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ইটাখোলা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হাফিজুর রশীদ জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পরিবারগুলোর খাদ্য সরবরাহ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা প্রদান করা হবে।



রাইজিংবিডি/নীলফামারী/১৩ মার্চ ২০১৭/ইয়াছিন মোহাম্মদ সিথুন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়