ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

নুরের বিরুদ্ধে সংগীতশিল্পীর মামলা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ১৯ এপ্রিল ২০২১   আপডেট: ২৩:১৬, ১৯ এপ্রিল ২০২১
নুরের বিরুদ্ধে সংগীতশিল্পীর মামলা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরও একটি মামলা করা হয়েছে। রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করেছেন সংগীতশিল্পী ইলিয়াস হোসেন।

সোমবার (১৯ এপ্রিল) রাতে পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি রাইজিংবিডিকে বলেন, ‘সংগীতশিল্পী ইলিয়াস হোসেন রোববার রাতে মামলাটি দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত করে আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মামলায় বাদী অভিযোগ করেছেন, নুর আওয়ামী লীগ সমর্থকদের চাঁদাবাজ, মাদক চোরাকারবারি, ধোঁকাবাজ ও বাটপার বলেছেন। কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না বলে মন্তব্য করেছেন নুর। গত বুধবার (১৪ এপ্রিল) রাতে ফেসবুক লাইভে শুধু আওয়ামী লীগ নেতাকর্মীদের নয়, ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছেন তিনি।

রোববার (১৮ এপ্রিল) একই অভিযোগে যুবলীগের কেন্দ্রীয় কমিটির এক নেতা নুরকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন।

ঢাকা/মাকসুদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়