ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

নুসরাত হত্যা: সাক্ষগ্রহণের মধ্য দিয়ে বিচার শুরু

সৌরভ পাটোয়ারী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নুসরাত হত্যা: সাক্ষগ্রহণের মধ্য দিয়ে বিচার শুরু

ফেনী সংবাদদাতা : ফেনীর সোনাগাজী উপজেলায় আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের মধ্যে বিচার কার্যক্রম শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় তিন জনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আসামিদের ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে তোলা হয়। গত ২০ জুন এ মামলার অভিযোগপত্রের উপর শুনানি শেষে ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

আলোচিত এ মামলায় ৯২ জন সাক্ষীর মধ্যে মামলা বাদী নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান, নুসরাতের সহপাঠী নিশাত সুলতানা ও নাসরিন সুলতানা আজ আদালতে সাক্ষ্য দেন।

সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে গত ৬ এপ্রিল গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। পরে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় রাফি।

 

রাইজিংবিডি/ফেনী/২৭ জুন ২০১৯/সৌরভ পাটয়ারী/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়