ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পটুয়াখালীতে দশ লাখ চারা বিতরণ

বিলাস দাস || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৬, ৩১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পটুয়াখালীতে দশ লাখ চারা বিতরণ

পটুয়াখালী সংবাদদাতা : জেলা প্রশাসনের উদ্যোগে পটুয়াখালীতে বিভিন্ন গাছের ১০ লাখ চারা বিতরণ ও রোপন কর্মসূচি পালিত হয়েছে।

পায়রা বন্দর ও পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে এ কর্মসূচি পালন করা হয়। শনিবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ এ কর্মসূচির উদ্বোধন করেন।

বিতরণকৃত চারার মধ্য পেয়ারা, আম, জাম, লেবু, কাঁঠাল, লিচু, নিম, মেহগনি, রেইনট্রি, চাম্বলসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলামের সভাপতিত্বে পায়রা বন্দরের পরিচালক কমডোর এম জাহাঙ্গীর আলমসহ পায়রা বন্দরের কর্মকর্তারা এতে অংশ নেন।

আরপিসিএল ও পায়রা বন্দরের সহায়তায় সংশ্লিষ্ট এলাকায় চারা বিতরণ করে কলাপাড়া উপজেলা প্রশাসন। কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মনিবুর রহমান ও আরপিসিএল-এর নির্বাহী প্রকৌশলী ইকবাল করিম সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলার স্কুল কলেজ শিক্ষার্থীর মাঝে চারা বিতরণ করেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, জেলার সোয়া চার লাখ শিক্ষার্থীর হাতে দু’টি করে গাছের চারা বিতরণ করা হয়েছে। সাগর উপকূলীয় এলাকার জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় এই গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


রাইজিংবিডি/পটুয়াখালী/৩১ আগস্ট ২০১৯/বিলাস দাস/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়