ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পরিকল্পনা মন্ত্রণালয়ে ডিজিটাল হাজিরা

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৩, ২৪ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিকল্পনা মন্ত্রণালয়ে ডিজিটাল হাজিরা

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রণালয়ের ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার পরিকল্পনীমন্ত্রী এম এ মান্নান ডিজিটাল হাজিরা কার্যক্রমের উদ্বোধন করেন।

মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশন ও পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা এর আওতায় থাকবেন।

আগামী ১ আগস্ট থেকে সবাইকে অফিসে এসে এবং ছুটি শেষে যাওয়ার সময় বাধ্যতামূলকভাবে ডিজিটাল হাজিরা দিতে হবে।

শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের ১০টি ভবনে ডিজিটাল হাজিরার ব্যবস্থা থাকবে।

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুলাই ২০১৯/হাসিবুল/ইভা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়