ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পরিপূর্ণভাবে টেলিভিশনে ফিরতে চাই: মাসুম রেজা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ১ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিপূর্ণভাবে টেলিভিশনে ফিরতে চাই: মাসুম রেজা

একাধারে নাট্যকার, ঔপন্যাসিক, নাট্য নির্দেশক। মঞ্চ, টেলিভিশনে কাজ করে যেমন খ্যাতি কুড়িয়েছেন, তেমনি চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বলছি নাট্যকার ও নির্দেশক মাসুম রেজার কথা। নানা প্রাপ্তি-অপ্রাপ্তির মধ্য দিয়ে গত বছর পার করেছেন। 

সদ্য বিদায়ী বছর নিয়ে স্মৃতিচারণ করে মাসুম রেজা বলেন, ‘‘সব দিক মিলিয়ে গত বছর অনেক ভালো কেটেছে। লেখালেখির দিক থেকে যদি বলি, তবে ব্যস্ত একটি বছর কেটেছে। একটি মঞ্চনাটক লিখেছি। নতুন বছরের শুরুতে নাটকটি মঞ্চে আসবে। এটি অনেক বড় পরিসরের একটি নাটক। তিনটি সিনেমার স্ক্রিপ্ট লিখেছি। আশা করছি, শুটিং জানুয়ারি মাসেই শুরু হবে। অনেক দিন টেলিভিশন নাটক লেখা থেকে দূরে ছিলাম। গত বছর পাঁচটি একক নাটক রচনা করেছি। দুটি সিরিয়ালের কাজ শুরু করেছি। তাছাড়া মঞ্চে আমার ‘নিত্যপূরাণ’ নাটকের শততম শো করেছি। সেখানে নিজেও অভিনয় করেছি। এটি আমার প্রথম নাটক যার শততম মঞ্চায়ন হয়েছে।’’

চেয়েছেন কিন্তু পাননি এমন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কোনো কিছু সম্ভব নয়, কিন্তু চেয়েছি এমনটা হয়নি। আমি প্রতি বছর পরিকল্পনা করি এটা এটা করব। সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করি। কাজ করতে গিয়ে বাধা হয়তো আসছে কিন্তু সেই অর্থে তেমন কোনো ব্যর্থতা বা অপূর্ণতা নেই। তবে গত বছর উপন্যাস লেখার একটা পরিকল্পনা ছিল কিন্তু লেখার কাজে হাত দিতে পারিনি। এটা মঞ্চ ও সিনেমা লেখার কারণে পারিনি। বলতে পারেন, চেয়েও পাইনি।’

নতুন বছরের প্রত্যাশা ব্যক্ত করে মাসুম রেজা বলেন, ‘নতুন বছর শুরুই হবে আমার নতুন নাটক দিয়ে। আশা করছি, সেই নাটকের শো নিয়মিত হতে থাকবে, এটি যেন সফল মঞ্চনাটক হয়। আর যে সিনেমাগুলো তৈরি হচ্ছে সেগুলোর কাজ যেন ঠিকমতো শেষ হয়। মঞ্চের কাজের কারণে টেলিভিশন থেকে দূরে ছিলাম। চাইছি, এ বছর পরিপূর্ণভাবে টেলিভিশনে ফিরতে। এগুলো কাজের প্রত্যাশা। আর নতুন বছরে উপন্যাস লেখার কাজে হাত দিব। ২০২১ সালের বইমেলায় দুটো উপন্যাস প্রকাশ করতে চাই।’       


ঢাকা/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়