ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পরিবেশবান্ধব উপায়ে চামড়া সংরক্ষণের তাগিদ

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ২৫ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিবেশবান্ধব উপায়ে চামড়া সংরক্ষণের তাগিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক : রপ্তানিযোগ্য চামড়া ও চামড়াজাত পণ্যের মান বজায় রাখতে কাঁচা চামড়া মানসম্মতভাবে ও পরিবেশবান্ধব উপায়ে প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের তাগিদ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ তাগিদ দিয়ে কাঁচা চামড়া শিল্পের সঙ্গে জড়িতদের সহযোগিতা কামনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মফিজুল ইসলাম।

এ বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে শিগগিরই আরেকটি সভা করার কথা রয়েছে।

সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ট্যারিফ কমিশন, রপ্তানি উন্নয়ন ব্যুরো, প্রাণিসম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


রাইজিংবিডি/ঢাকা/২৫ আগস্ট ২০১৯/নঈমুদ্দীন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়