ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাচার রোধে পালেরমো প্রটোকলে স্বাক্ষর করবে বাংলাদেশ

হাসান মাহামুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাচার রোধে পালেরমো প্রটোকলে স্বাক্ষর করবে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক : মানব পাচার রোধে বাংলাদেশ জাতিসংঘের পালেরমো প্রটোকলে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক।

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতিসংঘের পালেরমো প্রটোকলে সইয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্য দিয়ে মানব পাচার প্রতিরোধে আমরা আরো ভূমিকা রাখতে পারবো বলে আশা করছি।’

রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মানব পাচার প্রতিরোধ নিয়ে পরামর্শ কর্মশালায় সচিব এই তথ্য জানান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক আরো বলেন, ‘অভিবাসন ও মানব পাচার দু’টো পুরোপুরি আলাদা বিষয়। আমরা মানব পাচারের বিরুদ্ধে, তবে নিরাপদ অভিবাসনের পক্ষে।’

অনুষ্ঠানে আইওএম-এর পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ থেকে সাধারণ নাগরিকের পাশাপাশি রোহিঙ্গারা পাচার হচ্ছে। ২০১৭ সাল থেকে রোহিঙ্গাদের ঢল নেমেছে। রোহিঙ্গাদের চলাফেরায় নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও ইতোমধ্যেই কক্সবাজার এলাকা থেকে ৪২০ জন রোহিঙ্গা পাচার হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো বলেন, ‘বাংলাদেশ জাতিসংঘের পালেরমো প্রটোকলে সইয়ের সিদ্ধান্ত গ্রহণ করায় আমরা স্বাগত জানাই।’ 

এ প্রক্রিয়া বাস্তবায়নে জাতিসংঘ সব ধরনের সহায়তা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, ঢাকার মার্কিন দূতাবাসের কনস্যুলার ব্রেন্ট ক্রিসেন্সেন, আইওএম'র আঞ্চলিক অভিবাসন নিরাপত্তা বিশেষজ্ঞ জোনাথন মার্টেন্স, আইওএম'র বাংলাদেশ মিশন প্রধান জর্জ গিগৌরি বক্তব্য রাখেন।

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ সেপ্টেম্বর ২০১৯/হাসান/হাকিম মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়