ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

পাবনার সাব-রেজিস্ট্রার গ্রেপ্তার

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ২৭ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাবনার সাব-রেজিস্ট্রার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : অবৈধ সম্পদ অর্জনের মামলায় পাবনার সাব-রেজিস্ট্রার মো. ইব্রাহিম আলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার বিকেলে পাবনা শহরের পোস্ট অফিস এলাকা থেকে দুদকের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলার নেতৃত্বে একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য রাইজিংবিডিকে জানিয়েছেন।

আগামীকাল বুধবার তাকে আদালতে হাজির করা হবে। ইব্রাহিমের বিরুদ্ধে ২০১৮ সালের ১৫ অক্টোবর মামলাটি করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মো. ইব্রাহিম ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ২ কোটি ৩৮ লাখ ১৪ হাজার ৯২৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন। যা দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় চলতি বছরের মার্চে ওই সাব-রেজিস্ট্রারের দুর্নীতি সংক্রান্ত স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ ফ্রিজ করা হয়।


রাইজিংবিডি/ঢাকা/২৭ আগস্ট ২০১৯/এম এ রহমান/নবীন হোসেন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়