ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পাবনার হাসপাতালে ১২ ডেঙ্গু রোগী ভর্তি

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ২৭ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাবনার হাসপাতালে ১২ ডেঙ্গু রোগী ভর্তি

পাবনা প্রতিনিধি : পাবনা জেনারেল হাসপাতালে গত চার দিনে ডেঙ্গু রোগে আক্রান্ত ১২ জন ভর্তি হয়েছেন। আক্রান্ত রোগীদের বেশিরভাগই ঢাকায় ছিলেন।

আক্রান্ত রোগীরা জানান, ঢাকা থেকে ফেরার পরপরই তারা জ্বরে আক্রান্ত হন এবং চিকিৎসকের শরণাপন্ন হলে রক্ত পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। ডেঙ্গু আক্রান্ত এ সকল রোগীর মধ্যে ছাত্র, পরিবহন শ্রমিক, ব্যবসায়ী এবং পোশাককর্মী রয়েছে।

পাবনা জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. নাজমুল ইসলাম জানান, আক্রান্ত রোগীদের ১০ জন ঢাকায় অবস্থানকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর বাইরে স্থানীয় পর্যায়ে দুই জন রোগী পেয়েছেন।

পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, যারা ভর্তি আছে, তাদের সঠিকভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। অনেকে সুস্থ হয়ে উঠেছেন। দুশ্চিন্তার কিছু নেই।

লক্ষ্মীপুরে ৬ রোগী শনাক্ত

লক্ষ্মীপুর সংবাদদাতা ফরহাদ হোসেন জানান, লক্ষ্মীপুরে দুই দিনে ছয় জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এদের দুইজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সদর হাসপাতালে দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স মিঠু রানী শীল বলেন, বিভিন্ন পরীক্ষা করার পর ছয় জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে দুইজনের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, ডেঙ্গু আক্রান্তরা সকলে জেলার বাসিন্দা। তবে সবাই ঢাকাসহ অন্য জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখানে চিকিৎসার জন্য এসেছেন।

এ ব্যাপারে জেলা সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার বলেন, এটি ভাইরাসজনিত রোগ। এ রোগে আক্রান্ত কয়েকজন রোগী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোগ প্রতিরোধে যা যা করার দরকার তা করা হবে। 


রাইজিংবিডি/পাবনা/২৭ জুলাই ২০১৯/শাহীন রহমান/ফরহাদ হোসেন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়