ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

প্রকাশিত হলো ‘দুই পৃথিবী’ সিনেমার ট্রেইলার (ভিডিও)

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ৩০ মে ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রকাশিত হলো ‘দুই পৃথিবী’ সিনেমার ট্রেইলার (ভিডিও)

ছবির কোলাজ

বিনোদন প্রতিবেদক : ৫ জুন সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড কিং শাকিব খান অভিনীত দুই পৃথিবী সিনেমাটি। এ চলচ্চিত্রটির মুক্তিকে সামনে রেখে ২৭ মে ইউটিউবে প্রকাশ করা হয়েছে ৫ মিনিট ১৭ সেকেন্ডের ট্রেইলার। গুণী নির্মাতা এফ আই মানিকের পরিচালনায় এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন অপুবিশ্বাস ও অহনা।

পরিচালক এফ আই মানিক রাইজিংবিডিকে বলেন, ‘ইতোমধ্যেই সিনেমাটি সেন্সর বোর্ডের আনকাট ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৫ জুন সারাদেশে শতাধিক হলে সিনেমাটি মুক্তি পাবে।’

এ সিনেমার মধ্য দিয়ে এ বছর শাকিব-অপু জুটির প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এ জুটির সর্বশেষ সিনেমা মুক্তি পায় ২০১৪ সালে কোরবানীর ঈদে। এর পর শাকিব খান অভিনীত সিনেমা মুক্তি পেলেও শাকিব-অপু জুটির আর কোনো সিনেমা মুক্তি পায়নি।

সন্ধানী কথাচিত্রের ব্যানারে নির্মিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন- আলমগীর, আবুল হায়াত, কাজী হায়াৎ, আলীরাজ, দিতি, ডলি জহুর, রাশেদা চৌধুরী, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, ইলিয়াস কোবরা প্রমুখ।
 

দেখুন : দুই পৃথিবী সিনেমার ট্রেইলার।




রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৫/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়