ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রধানমন্ত্রীর মানহানিকর ছবি পোস্ট করা যুবক গ্রেপ্তার

আব্দুল্লাহ আল নোমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২১, ২৫ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রধানমন্ত্রীর মানহানিকর ছবি পোস্ট করা যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সিলেট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো ও সম্মানহানিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার অভিযোগে শরীফ আহমদ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার দিবাগত রাতে জেলার বিয়ানীবাজার উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরীফ ওই উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মুশাহীদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ছবি প্রকাশের পাশাপাশি রাষ্ট্রবিরোধী গুজব ছড়াচ্ছিলেন।

র‌্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দুপুরে তাকে জেলার বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।


রাইজিংবিডি/সিলেট/২৫ জুলাই ২০১৯/আব্দুল্লাহ আল নোমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়