ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘প্রযুক্তির মাধ‌্যমে তদন্ত ও অপরাধ দমন হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ২০ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘প্রযুক্তির মাধ‌্যমে তদন্ত ও অপরাধ দমন হবে’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ‘মামলা তদন্ত ও অপরাধ দমন প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে। এ জন্য ডিএমপির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে।’

রোববার ডিএমপি মিডিয়া সেন্টারের এক কর্মশালায় তিনি একথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার আরো বলেন, ‘প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে সিটিটিসি ইউনিট জঙ্গি দমনে কাজ করে যাচ্ছে। ইউনিটের প্রযুক্তিগত অভিজ্ঞতা ভালো। ইউনিটের কর্মকর্তারা দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলেছেন। কেননা ভবিষ্যতে প্রযুক্তিগত তদন্তের গুরুত্ব আরো বেড়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তির গুরুত্ব শেষ হয়ে যায় এবং নতুন প্রযুক্তি চলে আসে। এ কারণে নবীন কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখতে হবে। আর প্রযুক্তির সাহায্যে মামলার কার্যক্রম পরিচালনা হলে সেক্ষেত্রে ভুলভ্রান্তির সম্ভাববনাও কম থাকে।’

অনুষ্ঠানে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, ‘২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে সিটিটিসি যাত্রা শুরু করে। প্রযুক্তি নির্ভর এ ইউনিটকে তদন্ত ও অপরাধ দমনের উপর ইনহাউজ ট্রেনিং, ওয়ার্কশপ, সেমিনার বা বিষয়ভিত্তিক শর্ট ট্রেনিং করানো হচ্ছে।’

তিনি আরো বলে, ‘প্রযুক্তির ব্যবহার যেমন আমাদের সুফল দিচ্ছে, ঠিক তেমনি অপরাধীরা প্রযুক্তিকে নির্ভর করে অপরাধ করছে। সিটিটিসি প্রযুক্তির ব্যবহারকে সব সময় গুরুত্ব দিয়ে যাচ্ছে। প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।’

 

ঢাকা/মাকসুদ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়