ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ১১৯ জনের মৃত্যু

আরিফ সাওন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ১ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ১১৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের ১০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ১১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পানিতে ডুবে ৯৮ জন, সাপের কামড়ে ১০ জন, বজ্রপাতে ৭ জন ও অন্যান্য কারণে ৪ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানা গেছে।

সবচেয়ে বেশি ৩৬ জন মারা গেছেন জামালপুরে। গাইবান্ধায় ২০ জন, নেত্রকোনায় ১৯ জন, টাঙ্গাইলে ১১ জন, বগুড়ায় ৮ জন, সুনামগঞ্জে ৫ জন, লালমনিরহাট ও কুড়িগ্রামে ৪ জন করে; নীলফামারী, শেরপুর, ব্রাক্ষ্মণবাড়িয়া ও সিরাজগঞ্জে ২ জন করে; চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদপুর ও মানিকগঞ্জ একজন করে মারা গেছেন।


রাইজিংবিডি/ঢাকা/১ আগস্ট ২০১৯/সাওন/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়