ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিল দাবি

তহিদুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ১৬ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
প্রাথমিকের নিয়োগ পরীক্ষা বাতিল দাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ‘প্রশ্নপত্র ফাঁসের’ প্রতিবাদে ও পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এ সময় সংগঠনের জাবি শাখার আহ্বায়ক শাকিল উজ্জজামান বলেন, গত ২৪ ও ৩১ মে অনুষ্ঠিত সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। এ অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে ৪৫ জনকে আটক করেছে।

‘‘কিন্তু আমরা লক্ষ্যে করছি, দীর্ঘ ২৩ দিন অতিবাহিত হওয়ার পরেও কর্তৃপক্ষকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।’’



রাইজিংবিডি/সাভার/১৬ জুন ২০১৯/তহিদুল ইসলাম/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়