ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ফাইনালে সেরেনা বনাম ভেনাস

আবু হোসেন পরাগ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ২৬ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফাইনালে সেরেনা বনাম ভেনাস

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে মুখোমুখি দুই উইলিয়ামস বোন সেরেনা ও ভেনাস

ক্রীড়া ডেস্ক :  সাত বছর পর আবারও কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে মুখোমুখি সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস। আমেরিকান দুই বোনই যে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন।

মেলবোর্নে বৃহস্পতিবার সেমিফাইনালে কোকো ভ্যান্ডেওয়েকে ৬-৭ (৩/৭), ৬-২, ৬-৩ গেমে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন ভেনাস।

৩৬ বছর বয়সি টেনিস খেলোয়াড় ১৪ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন। ২০০৯ সালের উইম্বলডনের পর প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন।

আরেক ম্যাচে একই কোর্টে মিরিয়ানা লুচিচ-বারোনিকে পাত্তাই দেননি সেরেনা। মাত্র ৫০ মিনিটেই ৬-২, ৬-১ গেমে জিতে ফাইনাল নিশ্চিত করেন ভেনাসের ছোট বোন।

দুই বোনকে শেষবার কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে দেখা গিয়েছিল ২০০৯ সালের উইম্বলডনে। সেবার ছোট বোন সেরেনার কাছে হেরে গিয়েছিলেন ভেনাস।

২০০৮ সালের উইম্বলডন শিরোপা জিতেছিলেন ভেনাস। এরপর আর কোনো গ্র্যান্ড স্লাম শিরোপা জিততে পারেননি তিনি। কখনো অস্ট্রেলিয়ান ওপেন শিরোপাও জেতা হয়নি তার।

ছোট বোন সেরেনাকে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জিততে পারবেন ভেনাস? নাকি সেরেনা জিতবেন তার সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা? জবাব মিলবে শনিবার!

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৬ জানুয়ারি ২০১৭/পরাগ  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ