ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বইমেলায় বুমেরাং কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

ছাইফুল ইসলাম মাছুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বইমেলায় বুমেরাং কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

ছাইফুল ইসলাম মাছুম : অমর একুশে গ্রন্থমেলায় (২০১৮)  হাতিয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক নঈম শামীম খানের কাব্যগ্রন্থ ‘বুমেরাং’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

গ্রন্থমেলার মোড়ক উন্মোচন মঞ্চ, সোহরাওয়ার্দী উদ্যান অংশে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির মোড়ক উন্মোচন করেন প্রখ্যাত কবি ও ছড়াকার আসলাম সানী ও প্রখ্যাত গল্পকার মনি হায়দার।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি ও ছড়াকার আসলাম সানী  বলেন, নঈম শামীম খানের কাব্যগ্রন্থ ‘বুমেরাং’ সাফল্যের মুখ দেখবে অবশ্যই। কারণ কবি ওই দূর হাতিয়া দ্বীপে বসবাস করেও দুর্নিবার আবেগে কাব্যগ্রন্থ নিয়ে হাজির হয়েছেন একুশে বইমেলার মঞ্চে। তিনি প্রথম কবিতায় লিখেছেন,

 

‘যদি বৃষ্টিতে মরুভূমি

না যায় ভেসে-

তবে কী হবে বলো শুধু

ভালবেসে?’

আসুন, কবিকে আমরা গভীর ভালোবাসায় সিক্ত করে দেই।

গল্পকার মনি হায়দার বলেন, ‘আমি কবি নই, গল্পকার। কবি নঈম শামীম খানের সুন্দর প্রচ্ছদ ও বাঁধাইয়ের মন ভোলানো কাব্যটিতে চোখ বুলিয়েই মুগ্ধ হয়ে গেলাম। সত্য উচ্চারণে দুরন্ত সাহসী কবি নঈম শামীম খানের সফলতা অর্জন কামনা করি।’

কবি নঈম শামীম খান বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র। ফিরে গেছি দ্বীপ হাতিয়ায় শিক্ষকতা পেশায়। মাঝে মাঝে ছুটে আসি বইমেলায় অফুরন্ত আবেগের টানে। আমি মনে করি যান্ত্রিকতার চাপে মানবতা আজ পরাভূত। অন্তরের গতি খুবই মন্থর। ভালোবাসার আবেগ স্বার্থসিদ্ধির ফ্রেমে বন্দি। সুন্দর আবেগ, জাগ্রত বিবেক ও পবিত্র ভালোবাসার আরাধনা প্রকাশ পেয়েছে ‘বুমেরাং’ কাব্যটিতে। পাঠকদের ভালো লাগবে আশা করি।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি ইন্দু সাহা, অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন, রাজনীতিবিদ মোহাম্মদ আকরাম, ছাত্রনেতা সালেহউদ্দিন রনি, সাব্বির উদ্দিন মাসুম, মাইনুদ্দিন যতন, খিজির হায়াত, ইসমাইল হোসেন সম্পদ, মিরাজ সর্দার, উন্নয়ন কর্মী ফজলুল ইসলাম, সংবাদ কর্মী ছাইফুল ইসলাম মাছুম, ফজলুল আজিম ফারাভী প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/২৩ ফেব্রুয়ারি ২০১৮/ফিরোজ/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়