ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

বকেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ : সংঘর্ষে আহত ৩০

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বকেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ : সংঘর্ষে আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। এ ঘটনায় শ্রমিক পুলিশ সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছেন।

রোববার সকাল ১০টায় বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে কাঁচপুরের সিনহা গার্মেন্টসের শ্রমিকরা এই ঘটনা ঘটান।

শ্রমিকরা জানিয়েছে , পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অর্ধশতাধিক টিয়ার শেল, ১০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেটে অন্তত ২০ জন শ্রমিক ও ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে দুপুর ১২টার দিকে শ্রমিকদের শান্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে পুলিশ।

শিল্প পুলিশ-৪ এর পুলিশ সুপার বশির রাইজিংবিডিকে জানান, সকালে শ্রমিকরা তাদের কিছু দাবি নিয়ে বিক্ষোভ শুরু করে সড়ক অবরোধের চেষ্টা করে। এসময় পুলিশ তাদেরকে সরিয়ে দিতে চাইলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এতে প্রায় ১০ জন পুলিশ সদস্য আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ছাড়া যেকোন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১৫ সেপ্টেম্বর ২০১৯/হাসান উল রাকিব/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়