ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাংলাদেশকে সতর্কবার্তা দিয়ে রাখল আফগানিস্তান

ইয়াসিন হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ২ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাংলাদেশকে সতর্কবার্তা দিয়ে রাখল আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক: রশিদ খান, জহির খান, কায়েস আহমেদ; ত্রয়ীর স্পিন বিষে নীল হবে প্রতিপক্ষ! সফরকারী আফগানিস্তান প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দিয়ে এমন সতর্কবাতা দিয়ে রাখল বাংলাদেশকে।

বিসিবি একাদশকে যেভাবে নাকানিচুবানি খাওয়াল আফগানরা তাতে মনে হচ্ছে চট্টগ্রাম টেস্ট জমে উঠবে।  বিশেষ করে চট্টগ্রামের উইকেটে স্পিনারদের লড়াই হবে জমজমাট।

আগের দিনে ২৪২ রানের সঙ্গে আজ ৪৭ রান যোগ করে ইনিংস ঘোষণা করেন রশিদ খান।  সব মিলিয়ে তাদের সংগ্রহ ৯ উইকেটে ২৮৯।  বল হাতে শুরু থেকেই সাফল্য। বাঁহাতি পেসার শাপুর জারদান পুচকে সাব্বির হোসেনকে আউট করার পর তাসের ঘরের মতো ভেঙে যায় বিসিবি একাদশের ব্যাটিং।

রশিদ খানের বলে এলবিডব্লিউ হন এনামুল হক বিজয়। আহমেদ শিরজাদের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৩৬ বলে ৮ রান করেন রাব্বী। এরপর শুরু হয় চায়নাম্যান জহির খানের কারিশমা। বাংলাদেশি ব্যাটসম্যানদের ভুগিয়ে ১২৩ রানে গুটিয়ে দেন জহির খান।  বাঁহাতি রিস্ট স্পিনার নেন ৫ উইকেট, অধিনায়ক রশিদ খানের পকেটে গেছে ২ উইকেট।  লেগ স্পিনার কায়েস জ্বলে উঠার আগেই শেষ বিসিবি একাদশের ব্যাটিং।  মাত্র ২ ওভার বোলিং করার সুযোগ মেলে তার। 

বিসিবি একাদশের ব্যাটিং ব্যর্থতার দিনে সর্বোচ্চ ২৯ রান করেন বল হাতে ৪ উইকেট নেওয়া আল-আমিন জুনিয়র।   দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিলেন আফগনারা।  ৩.৫ ওভার ব্যাটিং করেন জাভেদ আহমাদি ও রহমত শাহ। এরপর দুই অধিনায়কের সম্মতিতে ম্যাচ ড্র হয়।

প্রথম দিন আল-আমিনের এক স্পেল বাদে আফগানরা প্রস্তুতি ম্যাচে পেয়েছে অনেক কিছু।  প্রথম ইনিংসে দুই ওপেনার ইহসানউল্লাহ জানাত ও ইব্রাহিম জাদরানের শতরানের জুটি ব্যাটিংয়ে সবথেকে বড় প্রাপ্তি।  দুজনই পেয়েছিলেন হাফ সেঞ্চুরি।  নবী দলের গুরুত্বপূর্ণ সময়ে হাল ধরে পেয়েছেন রান।  আর বোলিংয়ে স্পিনারা নিজেদের শক্তি ও সামর্থ্য দেখিয়েছে ভালোভাবে।

প্রস্তুতি ম্যাচের এমন পারফরম্যান্স মূল মঞ্চে টেনে নিতে চাইবে তা সফরকারীরা।  সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকদের কঠিন লড়াই অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না।


রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৯/ইয়াসিন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ